মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) ব্যুরো চীফঃনগরপুর উপজেলা কোয়াটারে দিন দুপুরে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এই চুরির ঘটনা হয়। মোঃ আব্দুর রহমান(৫৫) চাকরী করেন উপজেলা যুব উন্নয়ন অফিস নাগরপুর ও স্ত্রী বেগম পারভীন আক্তার (৪৫) চাকরি করেন এলজিইডি অফিস নাগরপুর। স্বামী ও স্ত্রী ও মেয়ে কেহই বাসায় না থাকার সুযোগে চোর সহজেই এ চুরি করে নেয়। মোঃ আব্দুর রহমান সাংবাদিকদের জানায়, বেলা ১ টার দিকে তিনি বাসায় গিয়ে জানতে পারেন তার বাসায় চুরির কথা, তার বাসার দরজার দুইটা তালা এবং ভিতরে আলমারির ৪ টা তালা ভেঙ্গে নগদ ১,৬০,০০০ টাকা ও ১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। নাগরপুর থানায় যোগাযোগ করলে , এস আই সিরাজুল ঘটনা স্হান পরিদর্শন করে সত্যতা স্বীকার করেন এবং যত দ্রুত সম্ভব আসামী কে গ্রেফতার করা হবে বলে জানান ।
Discussion about this post