নাগরপুর প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর বাজারে ঔষদের দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার ১০ মার্চ ২০২০. উপজেলার মামুদনগর বাজারে এ অভিযান পরিচালিত হয়। ঔষধ আইন ১৯৪০ এর উপর বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব তারিন মসরুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন টাংগালের সহকারি পরিচালক জনাবা মোসাম্মৎ নার্গিস আক্তার ।
ঔষধ ব্যবসায় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখা যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা সহ বিভিন্ন কারণে উক্ত আইনের ১৮ ধারা লঙ্ঘনের অপরাধে চারটি দোকানি, ২৭ ধারা মোতাবেক ৫,০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিনষ্ট করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।