বিশেষ প্রতিনিধিঃঅগ্নি দুর্ঘটনা কবলিত নাজিরহাট পৌরসভার আওতাধীন দক্ষিণ সুয়াবিল ৩নং ওয়ার্ড গোলাম হোসেন শাহ্ রহ. বাড়ী’র ক্ষতিগ্রস্ত ছয় পরিবারে সুয়াবিল ইসলামী গণপাঠাগারের প্রদত্ত ত্রাণ গ্রহণ কালে ভুক্তভোগী একজন আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা স্বরে তার প্রতিক্রিয়ায় বলেন, “এ মহা বিপদে আমাদের প্রতি অনেক ব্যক্তি ও সংগঠন অনেকভাবে সহায়তার হাত প্রসারিত করেছেন, আলহামদুলিল্লাহ্। তবে “সুয়াবিল ইসলামী গণপাঠাগারের” আজকের এই পরিকল্পিত, ব্যতিক্রমী এবং দীর্ঘ মেয়াদী ব্যবহারোপযোগী ত্রাণ সামগ্রী রুচি ও আন্তরিকতার নিদর্শন স্বরুপ মানবকল্যাণে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস”। ৬ জানুয়ারি শনিবার, পাঠাগারের প্রবাসী কমিটির জয়েন্ট সেক্রেটারি ইএম সরওয়ার কামাল চৌধুরী’র সসরীরে উপস্থিতি ও পৃষ্ঠপোষকতা এবং দায়িত্বশীলদের সহযোগিতায় ত্রাণ বিতরণে সহায়তা টীমের নেতৃত্ব প্রদান করেন। সভাপতি এম এনামুল হক। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাওলানা ডা. গোলাম মাস্তফা চৌধুরী, সহ সভাপতি আলী আকবর, অর্থ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া ও ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সৈয়দ বেলাল উদ্দীন প্রমূখ।