৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনাটোরের গুরুদাসপুরে মরিয়ম (৪২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ আত্মহত্যার আলামত পেলেও পরিবার বলছে, স্ট্রোক করে মারা গেছে মরিয়ম।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নের রশিদপুরের ওই গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। ওই দিন সকাল ১১টার দিকে তার বাড়ির খড়ির ঘরে গোলায় ফাঁশ নিয়ে আত্মহত্যা করে সে।
তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার জানান, পরিবারের পক্ষ থেকে ষ্ট্রোকের কথা বলা হলেও আত্মহত্যার আলামত পাওয়া গেছে। বিষটি নিয়ে কোনো রহস্য থাকতে পারে। ইউডি মামলা নিয়ে লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।,
Discussion about this post