তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে উপজেলায় মুশুল্লী ইউনিয়নের জনতা বাজার থেকে ৮ই এপ্রিল রোজ রবিবার সন্ধ্যায় ৭টার দিকে স্থানীয় লোকজন জ্বাল টাকাসহ দুজনকে আটক করে। পরে বেধেরাখে নাইন্দাল থানায় খবর দেন। আটক কিতরা হলেন তাড়াইল উপজেলার কালাইহাটি গ্রামের মৃত দেওয়ান আলীর পুত্র মোঃ আল ইমরান( ৩০) এবং কিশোরগঞ্জ জেলার সদর থানার বরুহা গ্রামের মৃত ফজলুর রহমানের কন্যা মোছঃ তাসলিমা আক্তার( ২৮)কে ৭০টি ১ হাজার টাকার জ্বাল নোট সহ আটক করে জনগণ । পরে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনা স্থল পৌচ্ছে রাত ৯টার দিকে আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। জানা যায় আটক দুজনেই আন্তজেলা জ্বাল টাকার ব্যাবসায়ী সেন্টিকেটের সদস্য।