নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রসাশন কতৃর্ক আয়োজিত
“ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ্য থাকি” এ উপলক্ষে সকাল ১১টায় নাগরপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের একটি র্যালি সদরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নমন কর্মকর্তা মাহবুবুল আলম খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার প্রমূখ।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সাবেক মুক্তিযোদ্ধা কমানন্ডার মোঃ সুজায়েত হোসেন সহ যদুনাথ স্কুলের শিক্ষক, শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ।
বক্তব্যে বলেন সারাদেশে ডেঙ্গুর উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। তাই ডেঙ্গুর উপদ্রব্য থেকে বাঁচতে হলে আমাদেরকে নিজ নিজ বাড়ির চারপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন বৃষ্টির পানি না জমে সেদিকে নজর রাখতে হবে।
ডেঙ্গু থেকে রক্ষার বিষয়ে সচেতনতামূল মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়।।