চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ম্যানেজার প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন বলেন, নিরাপদ রেল যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে স্টেশন মাস্টার ও কর্মকর্তা কর্মচারীদের সর্তকতার সহিত দায়িত্ব পালন করতে হবে, পাশাপাশি রেলঅঙ্গনে অনতিবিলম্বে জনবল শূন্য পদগুলিতে নিয়োগ দান করে রেলওয়ে সেবাখাতে সর্বোচ্চ সুবিধা দেওয়ার নিশ্চিয়তা দিতে হবে। গত ২৫ নভেম্বর রোজ রবিবার বেলা ১১ ঘটিকায় চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ে সদ্য বদলি জনিত যোগদানকারী স্টেশন মাস্টার ও কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সাথে একমত বিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দের পক্ষ থেকে স্টেশন মাস্টারদের কারণে অকারণে বদলি জনিত হয়রানী বন্ধের দাবি জানানো হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডি.টি.ও চট্টগ্রাম ফিরোজ ইফতেখার. ডি.পি.ও চট্টগ্রাম সৈয়দ আব্দুল খলিল, স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন এর সহ-সভাপতি জাফর উল্লাহ মজুমদার, যুগ্ম সম্পাদক এস.এম ফকরুল আলম পারভেজ, প্রচার সম্পাদক আবু হানিফ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, ষোলশহর স্টেশন মাস্টার সাহাব উদ্দিন, পাহাড়তলী স্টেশন মাস্টার আবছার উদ্দিন, নাজির হাট স্টেশন মাস্টার কাজী শাহাদাত হোসেন, চট্টগ্রাম স্টেশনের পি.এস.এম মোঃ সফিকুল ইসলাম, চট্টগ্রাম স্টেশনের জয়নাল আবেদীন, পাহাড়তলী সি.এস.এম লোকমান খান, লাকসাম স্টেশনের সি.এস.এম মেহেদী হাসান, চিনকি আস্তানার স্টেশনের শামছুজ্জামান বাপ্পি, সাইফুল ইসলাম মিঠু প্রমুখ।