নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ককটেল, সাউন্ড বোমা, জিহাদী বই সহ- ৫ শিবির কর্মী ও বাড়ী ওয়ালার ছেলেকে শিবির সন্ধেহে আটক,ছেলেকে নির্দোষ দাবী করলেন মিঠুর পিতা ও পরিবার। নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা ও বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার সহ ৫জন শিবির নেতাকর্মী ও বাড়ী ওয়ালার ছেলে আলমগীর হোসেন মিঠু (৩৫) শিবির সন্ধেহে কে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
উল্লেখ,আলমগীর হোসেন মিঠু (৩৫) পেশায় একজন এ্যাডভোকেট সহকারী। তিনি নওগাঁ জেলা জজ আদালতে দীর্ঘদিন যাবৎ এ্যাভোকেট সহকারী হিসেবে কাজ করে আসছেন।আলমগীর হোসেন মিঠুর পিতা ও পরিবারের সদস্যগন দাবী করেন যে তার ছেলে শিবিরের সঙ্গে কোন ভাবেই জড়িত নয়।বরং আলমগীর হোসেন মিঠু (৩৫) এক সময় জেলা কৃষক লীগের ওয়ার্ড কমিটির সম্পাদক ছিলেন। বিবাহীত জীবনে মিঠু ২ সন্তানের পিতা।এবং মিঠুর পিতা গোলজার হোসেন বাবু বলেন আমার বাসাটি আমি ছাত্রাবাস হিসেবে ভাড়া দিয়ে নিজের অর্থনৈতিক চাহিদা মেটায় এবং গত ৮মাস আগে ছাত্র পরিচয়ে তারা ম্যাসটি ভাড়া নেই,শুধু তারাই নয় আমার ম্যাসে আরও ছাত্র ভাড়া আছে।
এবং গ্রেপ্তাকৃতদের সাথে আমাদের ভাড়াটিয়া ও বাসা মালিকের পরিচয় ছাড়া আর কোন প্রকার সম্পর্ক নাই।আমার ছেলে নির্দোষ।তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবী করেন। এদিকে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে নওগাঁ সদরের শহরস্থ পার নওগাঁর নামাজগড় মাদ্রাসা পাড়া জনৈক গোলজার হোসেন বাবু এর বসত বাড়িস্থ ছাত্রাবাস থেকে নাশকতার সরামাদিসহ শিবির নেতা কর্মীদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার পত্নীতলা থানার পাইকবান্দা গ্রামের শামসুল আলম এর ছেলে আ: মান্নান(২০), মান্দা উপজেলার চকমনসুপ গ্রামের বজলুর রশিএর ছেলে রবিউল ইসলাম মাহবুব(১৯), চকমুক্তার বউবাজার গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আ: সবুর(১৯), নওগাঁ সদর উপজেলার চকএনায়েত গ্রামের আজিজুল এর ছেলে মহি উদ্দিন(১৯), পার নওগাঁ মাদ্রাসা পাড়ার গুলজার হোসেন বাবু (বাড়ী ওয়ালার) ছেলে আলমগীর হোসেন মিঠু (৩৫) ও মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের আ: মান্নানের ছেলে মেহেদী হাসান(১৯)।
এ ঘটনায় নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, আটককৃতরা সহ আরো অজ্ঞাতনামা ২৫/৩০ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা মারাত্বক অস্ত্রসস্ত্র ককটেল ও বোমা সহ নাশকতামুলক কর্মকান্ড সংঘটনের সমাবেত হয়ে বে-আইনী সভা করছিলেন।পুলিশের বিশেষ অভিযানে সময় শনিবার ভোর রাতে (রবিবার) উল্লেখিত মালামালসহ তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে বাড়ীওয়ালার ছেলে আলমগীর হোসেন মিঠু (৩৫) সম্ভন্ধে মোবাইল ফোনে নওগাঁ পুলিশ সুপারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের প্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।