৭১ বাংলাদেশ প্রতিনিধিঃউৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
রোববার (১ মার্চ) দুপুরে বাদশা মিয়া রোডস্থ বাসভবনে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় এ কথা জানান।
তিনি বলেন, ‘নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রচেষ্টা চালাচ্ছি। সেই লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রামবাসীকে উজ্জীবিত করার জন্য কাজ করছে। এই অবস্থায় একটি সুষ্ঠু, অবাধ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসাবে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ও ক্ষমতার পালাবদলে বিশ্বাস করে উল্লেখ করে তিনি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রচারণার সময় সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে ইসির প্রতি আহ্বান জানান।
নির্বাচন কমিশন চট্টগ্রামে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতির পরে দেশের গণতন্ত্রের স্বার্থে ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসাবে চসিক নির্বাচনে অংশ গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর,সিনিয়র সহ সভাপতি আবু সফিয়ান,সাংবাদিক জাহিদুল করিম কচি,সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম,উওর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,নগর সাংগঠনিক সম্পাদক মো.কামরুল ইসলাম,
সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সহ বিভিন্ন পেশার ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post