যতই প্রভাকান্ড চালুক নির্বাচনী প্রচার প্রচারনায় একপাও পিছু হঠবোনা,উৎসব মুখোর নির্বাচনে প্রশাসনের পাশাপাশি স্হানীয় সংবাদ কর্মীদের ও ভুমিকা গুরুত্বপুর্ন
৮ নং জায়লস্কর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার রফিকুল ইসলাম (সাংবাদিক) ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় দাগনভুইয়ার হোটেল রেড়িসনে স্হানীয় সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময়ে কথা গুলো বলেন ।
দাগনভুইয়া প্রেসক্লাবের সভাপতি সিরাজ উদ্দীন দুলালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন, ফেনী জেলা ৭১ বাংলাদেশ টিভি প্রতিনিধি আলাউদ্দিন আল হাসান, দৈনিক ভোরের ডাক দাগনভুঁইয়া প্রতিনিধি তবারক হোসেন সহেল, RTV ও দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি আজাদ মালদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, সাবেক সভাপতি নুরুল আলম খান,বিটিভির সাবেক প্রতিনিধি দৈনিক ঈত্তেফাক প্রতিনিধি ওসমান গনি, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধ এম এ আজাদ,ভারপ্রাপ্ত সেক্রটারী আবদুল্লা আল মামুন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার সহ স্হানীয় সাংবাদ কর্মী সহ আরো অনেকে।