শেখ সেলিম-সম্পাদকীয়ঃগণতন্ত্রে নির্বাচনের মাধ্যমেই যে কোনো রাজনৈতিক দল ক্ষমতাসীন হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই ক্ষমতার মূল উৎস। জনগণই রাজনৈতিক ক্ষমতার মালিক।যারা ক্ষমতাসীন হলেন জনগণের সম্মতি নিয়েই, ক্ষমতাসীন হলেন নির্দিষ্ট সময়ের জন্য।
নির্বাচনের মাধ্যমে জনগণই নির্ধারণ করেন কারা ক্ষমতাসীন হবেন সেই সুনির্দিষ্ট সময়ের জন্য। তাই বলা হয়, সবচেয়ে উত্তম পন্থা হলো নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করা। যে কোনো রাষ্ট্রে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী।এ কথা সবসময় স্মরণযোগ্য। দেখতে হবে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ কি বাংলাদেশে বিদ্যমান রয়েছে?ধরে নিলাম সব ঠিক আছে।
তারপরও দৃষ্টি দিন নির্বাচনের সময়ের দিকে। কিছু ব্যবস্থা জরুরি ভিত্তিতে না নিলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিছুতেই সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে না; কারণ নির্বাচন তো এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা বা তীব্র প্রতিদ্বন্দ্বিতা ।
ছবি-সম্পাদক শেখ সেলিম ।
Discussion about this post