৭১ বাংলাদেশ প্রতিবেদকঃবাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই তাদেরকে নির্বাচনে আসতে হবে।
শুক্রবার সন্ধ্যায় তিনি সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী উল্লেখ করে সোহাগ বলেন, তিনি এতিমদের টাকা লুটপাট করে সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটছেন। বিএনপি দুর্নীতিবাজদের দল তাই তাদের দলের নেতাকর্মীরাও দুর্নীতিতে ফাস্ট। আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থেকে থেকে আজ তারা ব্যর্থ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ছাত্রলীগ সবসময় সুস্থ ধারার রাজনীতি করে তাই ছাত্রলীগে কোনো অপকর্মকারীর স্থান নেই।
এ সময় তিনি আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য সবার প্রতি আহবান জানান।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হাসান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ আরো অনেকে।
শুক্রবার উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ১২০০ জন ছাত্রলীগের নতুন সদস্য হয়েছে।