গাউসুল আযম বিল বিরাসত হযরত শাহসৃফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (কঃ) “র ওরশ শরীফ মাইজভাণ্ডারী দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে মহাসমারোহ উদযাপিত হয়েছে। ৫ এপ্রিল অনু্ষ্ঠিত ওরশ শরীফে সভাপতিত্ব করেন গাউসুল আযম হযরত শাহসৃফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) প্রপৌত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী (কঃ) একমাত্র পুত্র মাইজভাণ্ডারী দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ। ওরশ শরীফে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা লাখো লাখো আশেক-ভক্ত অনুরক্তদের উদ্দেশ্য সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মঃজিঃআঃ বলেন -বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি নিজদের ভুলগুলো চিহ্নিত করে শুধরে নিয়ে তাদের আগামী দিনের চলার পাথেয় ঠিক করতে এবং সম্পদের সুষম ব্যবহার – পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষার করতে হবে। আখেরি মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ( মঃজিঃআঃ) বলেন – মুসলিম মিল্লাত আজ বিভক্ত? বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম মিল্লাতের এ পরিস্থিতি উত্তরণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পবিত্র কোরআনের আলোকে কর্মপন্থা নির্ধারণ করে কাজ করতে হবে।ওরশ শরীফ নির্বিঘ্ন সম্পন্ন হওয়ায় , আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার বাহিনীসহ সংশ্লিষ্ট সকল বাহিনী, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।(প্রেস বিজ্ঞপ্তি)