চট্টগ্রাম নগরীতে সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সূত্র জানায় এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর দুই নম্বর গেটের চশমা হিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. আজমগীর (২৬), জুনাইদ রশিদ ফারদিন (১৯) ও নাজমুল ইসলাম (১৯)
তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়,আসামিরা সরকার ও জনসাধারণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।
তাদের পরিবারের দাবি, তারা প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে গিয়েছিলো।
আটক মো. আজমগীরের চাচাতো ভাই মোহাম্মদ করিম বলেন, তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে গিয়েছিলো।
পুলিশ তাদের ফুলসহ আটক করে সন্ত্রাসবিরোধী আইনে আসামি দেখিয়েছে।
এলাকাবাসি বলেন এখন দেখছি মৃত মানুষের কবরে ও শ্রদ্ধা জানানো যাবে না।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

