বিশেষ প্রতিনিধিঃবাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর উপর সড়ক দূর্ঘটনায় বাস চাপায় জামাল উদ্দিন নামক এক ব্যাক্তি প্রাণ হারান ,গত ২৭শে নভেম্বর ২০১৯ইং তারিখে। বাসটি আটক করা হয়,পরবর্তীতে বাস কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণ হিসাবে ফাইন করা হয়।
সেই জরিমানার বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন-পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে নিহত জামাল উদ্দিন এর স্ত্রীকে বাস কর্তৃপক্ষ থেকে নগদ ২,৫০,০০০/- টাকা আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
উক্ত টাকা অফিসার ইনচার্জ নিহতের স্ত্রী ও নাবালক তিন সন্তানদের নামে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডে একটি জয়েন্ট এফডিআর করার ব্যবস্থা করে দেন।
এফডিআরটি নাবালক সন্তানদের বয়স আঠার বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত উক্ত হিসাব হতে কোন টাকা উত্তোলন করতে পারবেন না তাও জানিয়ে দেন।
এই ব্যাপারে অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন জানান,আমরা সবাই মানুষ,নিজ দায়িত্বের বাহিরে গিয়েও যখন সমাজ ও মানুষের জন্য কিছু দায়িত্ব পালন করতে পারবো তাহলেই তো মনুষ্য জাতি।সবাই মিলে মানুষ মানুষের জন্য কিছু করলেই এগিয়ে যাবে দেশ।
Discussion about this post