মহিনুল ইসলাম সুজন,নীলফামারীঃমাদক মুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে নীলফামারী সরকারী কলেজে মাদকবিরোধী ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে কলেজ চত্ত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবার রহমান ভুঁইয়া, সনাকের সভাপতি সফিকুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।সমাবেশ শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল বলেন,’দেশের জন্য প্রয়োজন মাদক মুক্ত শিক্ষাঙ্গন’ শ্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির জন্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সমাবেশের কর্মসূচি গ্রহন করেছে জেলা ছাত্রলীগ।এই কর্মসূচির সূচনা হলো আজ নীলফামারী সরকারী কলেজের সমাবেশের মধ্য দিয়ে।