বিশেষ প্রতিনিধিঃনীলফামারী নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে ধান বোঝাই ট্রলির ধাক্কায় মিল্লাত হোসেন (৭) নামে এক শিশু মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে।শিশুটি একই গ্রামের হোসেনের ছেলে।
এলাকাবাসীর জানান, উত্তর কালিকাপুর মাটিয়ালের দোলা থেকে একটি ধান বোঝাই ট্রলি কালিকাপুর হাড়িবেচা টারী হয়ে পাকা সড়কে উঠতে ধরে ট্রলিটি সড়কে উঠতে না পেরে পিছন দিকে নেমে আসে। কিছু বুঝার আগেই পেছনে দাড়িয়ে থাকা ওই শিশু ট্রলির ধাক্কায় চাপা পড়ে। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
Discussion about this post