নীলফামারীতে সড়ক দুঘটনায় মনছুর আলী (৬০) নামের এক ভিক্ষুক ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে জেলার জলঢাকা সড়কের মার্কাস মসজিদের সামনে। নিহত ভিক্ষুক জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কুটিপাড়া গ্রামের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনার সময় ওই ভিক্ষুক নিজবাড়িতে ফিরতে একটি অটো রিকসায় উঠার সময় বিপরিত দিক থেকে আসা মাটি বোঝাই একটি টলির (ট্রাক্টর) ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।সূত্র জানায় চালক পালিয় গেলেও টলিটি সহ হেলপারকে আটক করা হয়েছে।