মহিনুল ইসলাম সুজন,নীলফামারীঃনীলফামারীর ডিমলায় কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
শনিবার দিনব্যাপী এ সব প্রকল্পের মধ্যে উপজেলা সদরে অবস্থিত ডিমলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, খগাখড়িবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন,কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, নাউতারা স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন এবং এলডিইডি’র অর্থায়নে নাউতারা নদীর উপড় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তি প্রস্তর স্থাপন কালে এমপি- আফতাব উদ্দিন সরকার বর্তমান সরকারের আমলে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।
Discussion about this post