৭১ বাংলাদেশ প্রতিবেদকঃসম্প্রতি একটি কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামালখান সড়কে ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে রনির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষা বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা হাসান মনসুর, আওয়ামী লীগ নেতা আকতার উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা আলী রেজা পিন্টু, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনি, ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন ।
এদিকে, দুপুর থেকেই বন্দরনগরীর বিভিন্ন এলাকা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় আগে থেকে অনুমতি নেওয়া হয়নি-উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে মানববন্ধনে বাঁধা দেওয়া হয়। এরপর অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ অন্যান্য শিক্ষার্থীরা।
Discussion about this post