জনতার কলাম–মোঃ রাহাতঃচট্রগ্রাম নগরবাসী এখন ঘরে বসে থাকার সময় নেই। সময় এসেছে প্রতিবাদ করার। চট্রগ্রামের প্রতিটা মানুষের উচিৎ এই আন্দোলনে শরিক হওয়ার,কারণ আমরা হোল্ডিং ট্যাক্স দিয়ে চট্টগ্রামে বসবাস করছি,তাই আমাদের হক আছে প্রতিবাদ করার,আমাদেরকে রাস্তায় নামার জন্য বাধ্য করবেন না, চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ায় আমরা চট্রগ্রাম নগরবাসী তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।
উল্লেখ্য গত দুই মাস যাবৎ সুরক্ষা পরিষদের ব্যানারে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক অসহনীয় গলাকাটা বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।
মামলা-হামলা-হুমকি-ভয় ভীতি প্রদর্শন করে চট্টগ্রাম নগরবাসীকে আন্দোলন থেকে বিরত করা যাবে না।