মোঃ কামাল হোসেন:ফেনী জেলার সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে নির্মমভাবে পুড়িয়ে হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সকল সাংবাদিক কর্মীরা। শনিবার বেলা ৩ টা সময় বেনাপোল স্থল বন্দর এর সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বেনাপোল বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব বজলুর রহমান চেয়ারম্যান বলেন এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর কোনো সুষ্ঠু বিচার হয় না। আমাদের সমাজে এ ধরনের হত্যাকাণ্ড হচ্ছে এজন্য আজ নুসরাত যে নিজের মৃত্যু দিয়ে হত্যাকাণ্ডের দাবি করে গেছে তা যেন বাংলার মাটিতে হয় তার জোর দাবি জানাচ্ছি।
এ রকম একটি অবস্থানে দাড়িয়ে নুসরাতের যে পরিকল্পিত হত্যাকান্ড আমাদের পুরুষারী মানসিকতা তারই বহি:প্রকাশ। সে কারণে আজকের এই দিনে দাড়িয়ে নতুন করে চিন্তা করার অবকাশ তৈরি হয়েছে। নারীর প্রতি মানুষের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন বলেন মানসিকতার পরিবর্তন না হলে গা ঘেঁষে দাড়াবেন না স্লোগান দিয়ে কিংবা মানববন্ধন করেও লাভ নেই, এভাবে নুসরাতরা মারা যাবে, এ রকম ঘটনা ঘটতেই থাকবে।তাই আগে আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরী ।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বলেন, এরকম ধর্ষনের ঘটনা ঘটছে কিন্তু তার সুষ্ঠ বিচার হচ্ছে না। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় পড়েছি।নুসরাত যখন শিক্ষকের নামে যৌন হয় রানি মামলা করে তখন মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয় কিন্তু মামলা না তুলে নেয়ার জন্য তাকে আগুন ধরিয়ে যে হত্যা করা হল। সাধারণ মানুষেরা বলেন এরকম ঘটনা যৌন নিপীড়ন ঘটনা যদি ঢাবি ,রাবি কিংবা স্কুলের শিক্ষরা করে আমরা মেনে নিবো না।আ্ইন শৃঙ্খরলা রক্ষা কারীদের কাছে দাবি জানাই আপনারা যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনাদের জায়গা থেকে পদত্যাগ করুন। সকলের একতাবদ্ধ হয়ে নারী নির্যাতন বিরুদ্ধে রুখে দাড়াই। নুসরাতে হত্যাকান্ডে সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাধারণ মানুষেরা ।
উক্ত মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে বেনাপোল বন্দর প্রেসক্লাবে এসে নুসরাত এর জন্য দোয়া কামনা করা হয় ।