জনতার কলামঃবাংলাদেশের ৪৬ হাজার গ্রামপুলিশ সদস্যদের কাছে একটি প্রশ্ন আমার, বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন ২৩/২ তোফখানা রোড কেন্দ্রীয় কার্যালয়ে কেন নেই জাতির পিতার ছবি? কেন নেই মাননীয় প্রধান মন্ত্রীর ছবি?গ্রামপুলিশ বাহিনীর ২৩/২ কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ নাছির ও চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামালেলের ডাকে ১/৯/২০১৮ ইং তারিখ দেশের প্রতিটি জেলা ও থানা থেকে গ্রামপুলিশ সদস্যরা ঢাকা এসেছে মিটিং করার জন্য। আবার আরেকদিকে ১/৯/২০১৮ ইং তারিখ বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সমাবেশ করেছে বি এনপি। একদিকে কেন্দ্রীয় কমিটিতে নাই জাতিরপিতা ও মাননীয় প্রধান মন্ত্রীর ছবি? অন্যদিকে দিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি ও মহাসমাবেশের দিন গ্রামপুলিশের নেতাদের মিটিং তাহলে কি তাহারা বি এনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করার জন্য ঢাকাতে সমবেত হয়েছে। আমি কমান্ডার এম এম লালমিয়া বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনীর একজন সদস্য হিসাবে এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কেন্দ্রীয় কমিটিতে জাতির পিতার ছবি ও মাননীয় প্রধান মন্ত্রীর ছবি না রেখে জাতিরপিতা ও মাননীয় প্রধান মন্ত্রীকে অবমাননা করা হচ্ছে। তাই আমি কমান্ডার এম এম লালমিয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে এই অপরাধের উপযুক্ত শাস্তির জোর দাবী জানাচ্ছি।(লালমিয়া লালমিয়া ফেসবুক ওয়াল)
কমান্ডার এম এম লালমিয়া
গ্রামপুলিশ কমান্ডার (দফাদার)
সমাজ কল্যান বিষয়ক সম্পাদক
জাতীয় মানবাধিকার ইউনিটি,ধামরাই,ঢাকা।
মোবাইলঃ০১৭৮৯৪১৫৩১৯/০১৯২১৩৭৬৫৭৭