কবিতাঃচা দোকানদার,
কবি মোঃআবু বকর সিদ্দীক,
চা দোকানদার হইছে সরকার,
বেড়েছে তার অহংকার।
গৃনিত কাজে লিপ্ত বাটপাড়,
জাতির মাঝে হাহাকার।
ছোট লোক বড় হলে,
বেড়ে যায় দাম।
দেশ প্রধান হয়ে সে,
করে অসৎ কাম।
নেই তার ধর্মের জ্ঞান,
তবুও দেশ প্রধান।
ক্ষতি হইলে কিছুর দায়ী,
সকল মুসলমান
আর কত দিন চলবে এমন,
ভন্ড সাধুর শাসন।
আর কত দিন মরবে শুধু,
মাজলুম মুসলমান।
গর্জে উঠো হুন্কার ছাড়ো,
করো প্রতিবাদ।
নইলে বেটা সারা জীবন,
দিবে অপবাদ।
Discussion about this post