৭১ বাংলাদেশ ডেস্কঃ একজন রাজনৈতিক নেতা হতে হলে সবার আগে দেশের মানুষের কল্যাণে কাজ করার কথা চিন্তা করতে হবে। মনে রাখবেন নেতা হওয়ার আগে মানুষ হতে হবে। বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে নিউ ইর্য়কের হোটেল ম্যারিয়ট মারকুইসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেছেন।
এরপর প্রধানমন্ত্রী বলেন, একটা কথা স্পষ্ট বলতে চাই, এই অসৎ পথ ধরে কেউ উপার্জন করলে তার অনিয়ম, উশৃঙ্খলতা বা অসৎ এ উপায় যদি ধরা পড়ে সে যেই হোক না কেন, আমার দলের হলেও ছাড় হবে না।
চলমান দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাহলে আমরা সমাজ থেকে এই ব্যাধিটা, একটা অসম প্রতিযোগিতার হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে পারবো, আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো।
এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযানও অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই মাদক একটা পরিবার ধ্বংস করে, একটা দেশ ধ্বংস করে। এর সঙ্গে কারা আছে সেটাও আমরা খুঁজে বের করবো ।
Discussion about this post