মাদক নেশায় নাইরে সুখ, সব নেশায়ই বাড়ে দুখ” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। সোমবার দুপুরে উপজেলার মৌচাক এলাকায় গাজীপুর জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে ওই পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শাহিদুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান, মৌচাক ফাঁড়ির ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ,কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়াসহ পুলিশের সদস্য ও স্থানীয় নেতা-কর্মীরা।
Discussion about this post