নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর লতিফপুর গ্রামের মো: সোলেমান মেম্বারের পুত্র মো: নুর মোহাম্মদ(৫৫), একই গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র ওয়াহেদুজ্জামান নিশাত(২২), মৃত নুরুল আমিনের পুত্র মো: জামাল হোসেনকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।