বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনিকে জয়ী করতে ঐক্যবদ্ধ নাগরপুর অটো রিক্সা অটো ট্যাম্পো শ্রমিক ইউনিয়ন।
শনিবার ২০ জুলাই সকালে নাগরপুর অটো রিক্সা অটো ট্যামপো শ্রমিক ইউনিয়ন আয়োজিত নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।
মোঃ মিজানুর রহমান বিদ্যুৎতের সভাপতিত্বে ও মোঃ সাইদুর রহমান সোহাগের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ছেন্টু মিয়া, রোড সম্পাদক খোকন মোল্যা, শ্রমিক নেতা আঃ হাই, মোঃ কাইয়ুম, সোনা মিয়া, এমদাদুল, সোহেল ও শাহিনুর রহমান প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নাই। নাগরপুরের উন্নয়ন গতিশীল করার লক্ষ্যে নাগরপুর সদরের মতো গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সকল শ্রমিক ঐক্যবদ্ধ হলে আগামী ২৫ তারিখ উপ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত।
মতবিনিময় সভা শেষে সকল শ্রমিক নেতা, নেতৃবৃন্দ সম্মিলিত ভাবে সদর বাজার প্রদক্ষিণ করে নৌকার পক্ষে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করেন।