নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার এক জন। নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ফিরোজ শেখ (৪০) সে নড়াইল জেলার সদর উপজেলাধীন চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের হালিম শেখের ছেলে।
সোমবার (১০) মে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই দেব্রত চিন্তা
পাত্রকে নির্দেশনা প্রদান করলে তিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাইকমারী এলাকা থেকে গাঁজা বিক্রিকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ শেখকে ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।