মহিনুল ইসলাম সুজন:নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ধর্ষক আব্দুর রহিমকে(২৪) গ্রেফতার করেছে পুলিশ।রবিবার(৩১ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে প্রেরন করা হয়।সে বিবাহিত ও এক সন্তানের জনক এবং একই গ্রামের আনসার আলীর ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মার্চ) বিকেলে ওই শিশু ছাত্রীটি মাঠে ছাগল আনতে গেলে আব্দুর রহিম তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শনিবার রাতে শিশুটির বাবা ডোমার থানায় মামলা করলে সেই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।