চট্টগ্রাম পটিয়ায় সাইকেল চুরির ঘটনায় কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগ নেতার কাইছার হামিদ মনিরের ভাই আলফাজ নামে একযুবক কে স্হানীয় জনগণ হাতে নাতে আটক করে পুলিশ প্রশাসনের নিকট তুলে দেয় বলে খবর পাওয়া গেছে।
সূত্র জানায় শিয়াইশ ইউপি বাকখাইন ওয়ার্ডের আওয়ামীলীগের যুগ্ন -সাধারন সম্পাদক কায়ছার হামিদ মনির ভাই কিশোর গ্যাং লিডার আলফাজ গত ৩০/০৬/২০২১ইং বুধবার রাত সাড়ে ৭টায় জিরি মালিয়া এলাকা থেকে সাইকেল চুরি করে পালানো সময় স্হানীয় লোকজন পিচনে ধাওয়া করিয়া সাইকেল চোর আলফাজ কে।
আটক করে পটিয়া থানার পুলিশ কে খবর দিলে এস আই রিয়াজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হল থেকে সাইকেল চোর আলফাজ কে আটক করে পটিয়া নিয়ে আসে বলে স্হানীয় সুত্রে জানা যায়। সাইকেল চুরির ঘটনায় আলফাজ সহ দুইজনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা হয়ে বলে পুলিশ জানান। আরো জানা যায়,সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার আলফাজ কিছুদিন আগে ধর্ষন মামলায় জেল কেটে বের হয়েছে স্হানীয় এলাবাসি জানান।
এলাকাবাসী জানান চুরি,ছিনতাই, সন্রাসী মাদক ব্যবসা, সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এদিকে কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বলেন,দলের নাম ভাঙ্গিয়ে চুরি ডাকাতি,রাহাজানি সহ অপরাধের সাথে জড়িত থাকিলে তার দায়ভার দল বহন করবে না বলে তিনি জানান।
এবিষয়ে পটিয়া থানার অফিসার-ইন-চার্জ রেজাউল করিম মজনুদার জানান, সাইকেল চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ চোরাই কৃত সাইকেল সহ দুইজন কে গ্রেফতার করে থানা নিয়ে আসে এবং চুরির মামলা দিয়ে আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে।
Discussion about this post