লাশের খাটিয়া দান করা হয়,সমাজ সেবক,রাজনীতিবিদ মঈনুল আলম ছোটন পটিয়ার বিনানিহারা মাষ্টার নুরুল ইসলামের বাড়ীর (নোয়া বাড়ী) মসজিদের জন্য হৃদয়বান ব্যক্তিদের সহযোগীতায় লাশের খাটিয়া দান করা হয়েছে। এই উপলক্ষে এলাকার সামাজিক সংগঠন ভাই বন্ধু আদর্শ সংগঠনের উদ্দেগে আয়োজিত ইফতার মাহফিল ও খাটয়া হস্তান্তর অনুষ্টান মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন খাটিয়ার জন্য অর্থ সংগ্রহের উদ্যেক্তা তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক – মঈনুল আলম ছোটন। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমান, সাধারন সম্পাদক মোঃ আবদুল্লা, জানে আলম, নাসির উদ্দীন, শান্ত, নুরুল আলম, মাহবুল আলম, মোঃ রাসেল, সহ স্হানীয় ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার ধর্মীয় প্রতিষ্টান, অসহায় হতদরিদ্র পরিবার এবং অসুস্থ গরীব রোগীদের সাহায্যে এলাকার বিত্তবান ব্যাক্তিদের কাছ থেকে সহযোগীতা কামনা করেন। এলাকার সার্বিক উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস মুক্ত পরিবেশ গঠনে ছাত্র ও যুব সমাজকে অগ্রনী ভুমিকা পালন করার উদ্দাক্ত আহবান জানান। সবার আর্থিক সাহায্য ও দোয়ায় গত বছর জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের যুবদল নেতা মরহুম আবদুচ সবুরের পরিবারকে ৫০ হাজার, গত কয়েক মাস আগে শিশু জাহেদের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা নিজ উদ্দেগে প্রদান করেন উক্ত সংগঠের সকলে মিলে।সমাজ সেবার কার্যক্ষেত্র দেখে তরুন প্রজন্ম এগিয়ে আসবে বলে তাদের দৃড় মনোভাব পোষন করেন।
Discussion about this post