কবিতা-তাজ উদ্দীন গ্রাম-শহরে হাজারো মানুষ বাড়ী-ঘর,
বড় বড় দেখে দালান-কোটা কত স্বপ্ন,কত চিন্তা পথ শিশুর।
অসহায় পথ শিশু,নিঃস্ব পথ শিশু দামী পোশাক,
লেখা-পড়া,ঘর হবে আমাদের।
অসহায় পথ শিশু,নিঃস্ব পথ শিশু রাতেও স্বপ্ন,
দিনেও স্বপ্ন,স্বপ্ন পথ শিশুর।
স্বপ্ন,স্বপ্নের দুয়ারে কাঁদে বসে পথ শিশু।
অসহায় পথ শিশু,নিঃস্ব পথ শিশু নিরুপায়,
সোনামণি,বাবু অসহায় পথ শিশু।
কেঁদে,কেঁদে ঘুরে বেড়ায় মানুষের দ্বারে অনাহারী পথ শিশু,
অভাবী পথ শিশু শতশত কষ্ট,বাঁধা,গ্লানী,
ধিক্কার পথ শিশু শূণ্য হাত প্রদীপ নিভিয়ে।
কত স্বাদ,কত আশা,জাগ্রত হয় মনে কর্ম
অনুসন্ধাণ প্রদীপ হাতে জ্বালিয়ে।
মানবতার মা,দেশ জাতি,মাটিমানুষের
কত ভাবা ভাবিয়েছেন কত মানুষের
স্বপ্ন সুক্ষ্ম গবেষক,জননেত্রী শেখ হাসিনা
পথ শিশু উন্নয়ন নিরলস দাঁড়িয়ে।
Discussion about this post