৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি’র সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (১২ ই রবিউল আউয়াল) শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৫ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।
এসময় সভায় আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (১২ ই রবিউল আউয়াল) উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত সদস্যদের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়নে কমিশনার দিকনির্দেশনা প্রদান করেন। কর্মসূচিতে দুষ্কৃতকারীরা যেন মুসল্লীর ছদ্মবেশে অবস্থান নিয়ে সহিংস কর্মকান্ড ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিকভাবে নিজস্ব স্বেচ্ছাসেবক, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়। ঈদ-ই-মিলাদুন্নবী এর র্যালীতে ব্যাগ,পোটলা ইত্যাদি যথা সম্ভব পরিহার করা এবং নির্ধারিত সময়ে র্যালী শুরু ও শেষ করা এবং আইন-শৃঙ্খলাজনিত যেকোন জরুরী সেবা পেতে ৯৯৯ যোগাযোগ করার আহবান জানানো হয়।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি আরো উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলি’র চেয়ারম্যান আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নী ট্রাস্ট এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন, জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব সিরাজুল হক, গাউছিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান
আলহাজ্ব আনোয়ারুল হক, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাহাবুবুল আলম, সেক্রেটারী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, গাউছিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু, সাবেক কর্মকর্তা আশেক রসুল খান বাবু।