জনতার কলামঃএই রজনিতে আল্লাহর দ্বীধার লাভ করেন দয়াল নবী আল্লাহর রাসুল এই দোজাহানের কান্ডারী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)। এই পবিত্র রজনীতে সুন্নত নামাজ আদায় শেষে আল্লাহর দরবারে হাঁত উত্তোলন করে দোয়া চাইলাম… হে আল্লাহ তুমি মহান,তুমি সর্ব শক্তিমান, তুমি এই দোজাহানের মালিক মহান চৃষ্টি কর্তা তুমি, হে আল্লাহ আমার মতো একজন পাপী বান্দার নামাজ কবুল ও মন্জুর করে এই নামাজের সমস্ত ছোয়াব টুকু দয়াল নবীজির রৌজা মোবারকে পৌছে দাও। হে আল্লাহ তুমি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে শান্তি বর্ষণ করো, হে আল্লাহ যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের যাহারা মৃত্যু বরন করে অন্ধকার কবরে শুয়ে আছে তাদের সকলের কবর আযাব মাফ করে তাদের বেহেস্তবাসী করো, আমার দাদা দাদী ও নানা নানী সহ পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যাহারা মৃত্যুবরণ করে অন্ধকার কবরে শুয়ে আছে তাদের সকলের কবর আযাব মাফ করে তাদের বেহেস্তবাসী করো, হে আল্লাহ তুমি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের হায়াত দান করো এবং দৈনিক ৭১ বাংলাদেশ পরিবারের সকল সদস্যদের হায়াত দান করো ও তাদের জানমাল হেফাজত করো দৈনিক ৭১ বাংলাদেশ এর সম্পাদক শেখ সেলিম সাহেব কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাহস ও শক্তি দান করো তিনি যেনো কলম দিয়ে দেশের সাবা করিতে পারেন , হে আল্লাহ তুমি আমার পিতা মাতা স্ত্রী সন্তান সহ আমার পরিবারের সকল সদস্যের হায়াতদান করে তাদের জানমাল হেফাজত করো । হে আল্লাহ তুমি বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনাকে সাহস ও শক্তি দাও, হে আল্লাহ তুমি দেশের ৪৬ হাজার হতদরিদ্র গ্রামপুলিশ পরিবারের মুখে হাঁসি ফোটাও, তাদের মনের আশা জাতিয় বেতন স্কেল পেতে সাহায্য করো তাদের মনের এই নেক আশা কবুলও মন্জুর করো। হে আল্লাহ ৪৬ হাজার গ্রামপুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করার জন্য যে সকল গ্রামপুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তুমি তাদের সকলের জানমাল হেফাজত করো তাদের সাহস ও শক্তি দাও। হে আল্লাহ তুমি আমাকে সৎ পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাহস ও শক্তি দাও। হে আল্লাহ তুমি আমার পিতা মাতার ভরনপোষন করার ক্ষমতা দাও, হে আল্লাহ তুমি আমাকে সমাজের নিরিহ ও অধিকার বন্চিত মানুষকে সাহায্য করার শক্তি দাও।
আমীন আমীন ছুম্মাআমীন।
কমান্ডার এম এম লালমিয়া।