৭১ বাংলাদেশ প্রতিনিধিঃএস আই আকবরকে আটক এবং পুলিশ হেফাজতে নিহত রায়হান হত্যার দ্রত বিচারের দাবী নিয়ে রায়হানের স্বজনরা ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।
সোমবার ৯ই নভেম্বর অনুষ্ঠিত সাক্ষাতে তারা রায়হান হত্যা মামলার বিষয়ে সর্বশেষ অবস্থা তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য গভীর মনোযোগের সাথে শুনেন এবং বলেন এ হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আর প্রধান অভিযুক্ত এস আই আকবর হোসেন ভূঁইয়াকেও আটক করা হবে। এর একটু পরেই কানাইঘাট সীমান্তে জনতার হাতে এসআই আকবর আটকের খবর আসে। যা অনেকটা কাকতালীয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রায়হানের চাচা মইনুল ইসলাম কুদ্দুস, ভগ্নিপতি মোফাজ্জেল আলী, মামাত ভাই শওকত আলী এবং রায়হানের আত্মীয় ও সিলেট মহানগরের কাউন্সিলর মোকলেস রহমান কামরান এবং ব্যারিস্টার ফয়েজ আহমেদ।
এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন উপস্থিত ছিলেন।