১৪ সেপ্টেম্বর বিকেল ৩ ৩০ মিনিটে চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা সামনে থেকে মেরিনার্স রোড পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ইনস্পেক্টর মামুনুর রশিদ ও ডিউটি অফিসার শম্পা । সঞ্চালনায় ছিলেন বেলাল উদ্দিন। ক্লিন বাংলাদেশ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ সচেতনতার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম হিসেবে কাজ শুরু করছে। সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারা গড়ে তুলেছে এই সংগঠন। ধীরে ধীরে প্রতিটি ওয়ার্ড স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচ্ছন্নতার সচেতনতামূলক কার্য্যক্রম পরিচালনা করবেন। কোতোয়ালি থানার ইন্সপেক্টর বলেন আমি ক্লিন বাংলাদেশ এর সকল কে ধন্যবাদ জানাই এমন কার্যক্রম এর জন্য। এটা বাংলাদেশ এর সকল এলাকা ছড়িয়ে যাক। টিম লিডার সানজু তার বক্তব্যে বলেন সবাই ক্লিন বাংলাদেশ কে সহায়তা করুন, যাতে আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারি। মনিটরিং লিডার সাইফুল ইসলাম বলেন আমরা প্রতিটি ওয়ার্ডে সচেতনতা কার্যক্রম করার জন্য সকলের সহযোগীতা কামনা করছি। উক্ত কর্মসূচীর মধ্যে কোতোয়ালি থেকে মেরিনার্স রোড পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। টিম লিডার মির্জা মামুন ও ঝর্না পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন।