তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি ট্রেনের ধাক্কায় পরিচয় বিহিন তানিয়া,দৈনিক ৭১ বাংলাদেশ এ প্রকাশিত হয়েছিল ।দৈনিক ৭১ বাংলাদেশ কে ধন্যবাদ প্রকাশ তানিয়ার পিতার । তানিয়া ফিরে পেল তার পরিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ট্রেনের ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোছাঃ তানিয়া(২৫) গত ২২ মার্চ রোজ বৃহস্পতিবার। তিনি কমলাপুর রেলস্টেশনে এক ট্রেনের ধাক্কায় তার কোমড়ের হাড় ভেঙ্গে যায় এবং দুইপা কাঁটা পরে। তাকে এক রিহৃয় বান পুলিশ ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন রাত ৮টায় দুই তলায়, ওয়ার্ড নং ২০৬ । তখন তার কোন পরিচয় পাওয়া যায়নি। পরের দিন তা্নিয়া কোন মতে তার পরিচয় বলেন দৈনিক ৭১ বাংলাদেশ এর সাংবাদিক তপুর কাছে। সাংবাদিক তপু অনলাইন পেপার www.ekattorbangladesh.com দৈনিক ৭১ বাংলাদেশ, পত্রিকায় নিউজ দেন। নিউজ পেয়ে তার বাবা মোঃ শাহ্ আলম(৭২)অবসর প্রাপ্ত পুলিশ ঢাকা সদর, গ্রাম বেগুনবাড়ি । আজ ২৭শে মার্চ রোজ মঙ্গলবার তার খবর পেয়ে আসেন দৈনিক ৭১ বাংলাদেশ, এর সাংবাদিকে তপুর সাথে। তানিয়াকে গতকাল I.C.O.তে নেন। । তানিয়া এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তানিয়াকে দেখে তার বাবা দুই চোখে পানি ধরে রাখতে পারে নি। তানিয়ার বাবা জানান, তানিয়ার মাথায় একটু সমস্য ছিল ,মানসিক রুগী, ছিকল দিয়ে তাকে আটকে রাখতাম। গত ২১শে মার্চ রোজ বুধবার তারে পা থেকে ছিগল খুলে দেয়। এর পর থেকে তাকে আর পাই নাই। পরে আমার এক বন্ধু আমাকে বলে তানিয়া ঢাকা মেডিকেলে আছে অনলাই নিউজে পেপার www.ekattorbangladesh.com এবং দৈনিক ৭১ বাংলাদেশ এ দেখলাম তানিয়ার নিউজ তাকে নেবার জন্য আসা হয়েছে আজ। আমার দুইমেয়ে এটি ছোট মেয়ে। তানিয়াকে এতোদিন দেখা সাক্ষাৎ করত মোছাঃ শিরিন আক্তার(২৭) ঢাকা মেডিকেলে ২০৬ নং ওয়ার্ডে আইয়া । তানিয়াকে চিকিৎসা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেস্যরা ড. গোলাম মোস্তুয়া। এখন তানিয়া ৪র্থ তলা, I.C.O. ( পোস্ট অপারেলিপ রোম) ব্রের্ড নং ৪। তানিয়ার বাবা বলেন আমার মেয়ে কে সারা জীবন শুয়ে থাকতে হবে তেবুও বেঁচে থাক আমার চোখের সামনে । তার মেয়ে এবং সকল অসুস্থ ব্যাক্তির জন্য দোয়া চায় দেশ বাসীর কাছে তানিয়ার পিতা । ছবি দৈনিক ৭১ বাংলাদেশ
Discussion about this post