টাঙ্গাইল ব্যুরোঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার উপেন্দ্র সরোবরে (দীঘি) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মো.খোকন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মানিক মিয়ার পরিচালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা পরিবেশক মালিক সমিতির প্রচার সম্পাদক আঙ্গুল আলী, কোষাধ্যক্ষ তাপস কুমার সূত্রধর, নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির সহ-সভাপতি আবদুস ছালাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান , সদস্য আব্দুল আলিম প্রমুখ। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিবেশক মালিক সমিতির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post