৭১ বাংলাদেশ ডেস্কঃআরফান নিশো ও মেহজাবিন আপন ভাই-বোন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবিন। পর্দায় দর্শক তাদের প্রেমিক-প্রেমিকা রূপেই দেখেছে। কখনো কি ভেবেছেন তারা ভাই-বোন? শুনতে অবাক লাগছে? লাগারই কথা। তবে এই সম্পর্কও নাটকের খাতিরে। এবারই প্রথম ভাইবোনের চরিত্রে অভিনয় করবেন এই দুই তারকা। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘ভাইয়া’ নামের একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। নাটকটি প্রসঙ্গে নিশো বলেন, ‘গল্পটি অসাধারন। এ নাটকে মেহজাবিন আমার বোন, আর আমি দায়িত্ববান বড় ভাই ।’ অন্যদিকে মেহজাবিন বলেন, ‘আগের নাটকগুলোতে নিশো আমার প্রেমিক হিসেবেই অভিনয় করেছে। কিন্তু এই নাটকের চরিত্র বিন্যাস ব্যতিক্রমী। আশা করছি নাটকটি সবার ভাল লাগবে।’
Discussion about this post