জনতার কলাম=সজলঃনিজেরা কোরবানি না করে দূরদূরান্ত হতে শহরের হাটে নিয়ে আসে কিছু টাকা বেশি পাওয়ার আশায়।
গরু গুলো তারা নিজের হাতে বড় করে!
তাদের আদরের পশুটি বিক্রি করে বিদায় বেলায় তারা এভাবে কান্না করে আমাদের আড়ালে।
আমরাতো গরু কিনে আনন্দে বাড়ি ফিরি।
কিন্তু সবচেয়ে বড কোরবানি তো গরু বিক্রিতারাই দেয়।
এসব মানুষের ন্যার্যমূল্য না দিয়ে কখনো গরু কিনবেন না।
কারন, আপনার টাকা দিয়ে তারা কখনো রাজপ্রসাদ বানাবে না।