সৌদি আরব রিয়াদে তিন পাকিস্তানি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি দুই ষুবক আহত, রিয়াদ একুশ নাম্বার রোড় থেকে বাতা যাবার জন্য দুই বাংলাদেশি যুবক চাদঁপুরের সন্তান হুমায়ন কবির ও তার বন্ধু মিলে একটি পাকিস্তানির গাড়িতে উঠেছিল। হুমায়ুন ও টিপু যে গাড়ি করে যাচ্ছিলো ঐ গাড়িতে তিন পাকিস্তানিও ছিলো।গাড়িটি কিছু দুর যাবার পর একটি নির্জন রোড় দিয়ে ডুকে পড়ে। রাস্তায় গাড়ির ভিতরে আক্রমন শুরু করে সন্ত্রাসী পাকিস্তানিরা,তাহারা বাংলাদেশি দুই যুবক এর মোবাইল,মানিব্যাগ সহ কিছু মুল্যবান কাগজ পএ ছিনিয়ে নিয়ে যায় ।এবং দুই বাংলাদেশি যুবক কে মারধর করে রক্তাক্ত অবস্তায় নির্জন রাস্তায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায়।উক্ত রাস্তা দিয়ে এক সৌদি যুবক যাবার সময় তাদের দেখতে পায় রক্তমাখা শরীর নিয়ে দুই যুবক মাঠিতে পড়ে আছে।তখন ঐ সৌদি যুবক সাথে সাথে পুলিশ কে ফোন করলে পুলিশ এসে বাংলাদেশি যুবক হুমাযুন এবং টিপু কে হাসপাতালে নিয়ে যায়। এবং যথাযথ চিকিৎসা দিয়ে সহযোগিতা করেন।আহত যুবক রা বলেন,দিন দিন সৌদি আরবে পাকিস্তানি নাগরাকিরা এইদেশে নানা অপকর্ম করে চলছে। সৌদি আরবে পাকিস্তানিরা চুরি,ডাকাতি এমনি কি দিনে দুপুরে হাইজ্যাক ও করে থাকে। সূত্র জানায় এই ধরনের ঘটনার জন্য সৌদি প্রশাসন বিশেষ করে সৌদি জনগন ক্ষীপ্ত হয়ে বলেন পাকিস্তানিদের তুলোনায় বাংলাদেশি শ্রমিকরা অনেক ভালো এবং ভদ্র।উক্ত বিষয়ে সংগঠনের সদস্য প্রবাসী সাংবাদিক হাজী জসিম উদ্দিন মেট্রোপলিটন সাংবাদিক কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি শেখ সেলিম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে সংগঠনের সভাপতি বিষয়টি সৌদি আরবে অবস্তিত বাংলাদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য জানান এবং মেট্রোপলিটন সাংবাদিক কল্যাল পরিষদ এর কেন্দ্রীয় সকল সদস্য সৌদি আরব এ অবস্তিত বাংলাদেশি দূতাবাস এর হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন ।