৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীতে পাঠানটুলির রাকিব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে চৌমুহনী পাঠানটুলির বড়ুয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, রাকিব কিশোর গ্যাং গ্রুপের ‘বড়ভাই’।
এলাকাবাসি জানান রাকিব পাঠানটুলি এলাকায় বসে আড্ডা দেয়। রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করাসহ নানান বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে আসছে। তাদের কারণে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তা নিয়ে স্থানীয় কিছু ছেলে প্রতিবাদ জানালে রাকিব দলবল নিয়ে তাদের মারধর করে। পরে ওই ঘটনায় তাহার বিরুদ্ধে ২ দিন আগে থানায় একটি ডায়েরি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে শুনা যাচ্ছে পাঠানটুলি এলাকায় ঝামেলা করে আসছে রাকিব নামের এক যুবক। জানা গেছে, রাকিব পাঠানটুলি এলাকার কিশোর গ্যাং গ্রুপের ‘বড়ভাই’। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ৯ অক্টোবর তাকে আদালতে পাঠানো হবে।
‘