এস এম মনিরুজ্জামানঃবাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় পানি দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। “পানি সবার অধিকার’ বাদ যাবেনা কেউ আর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। এসময় উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, প্রকৌশলী মোঃ জাহাঙ্গির আলম, পরিসংখ্যান কর্মকর্তা সরদার আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা বেগম, সিএসএস ওয়াশ প্রকল্পের এরিয়া ম্যানেজার সংকর কুমার জোদ্দার সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।