টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে খলিলুর রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
উপজেলার মোগলপাড়া এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খলিলুর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাং ডুবাইল এলাকার মৃত ময়নার ছেলে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই সেকেন্দার আলী বলেন, হতাহতরা মিকচার মেশিং নিয়ে ছোট একটি পিকআপ করে ঘাটাইল থেকে হামিদপুরের দিকে যাচ্ছিলেন। পরে তারা উপজেলার মোগলপাড়া এলাকায় পৌঁছলে পিকআপের চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।,
Discussion about this post