তপু রায়হান রাব্বী, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃগফরগাঁওয়ে পুত্রবধূর হাতে বৃদ্ধ শাশুড়ি খুন, রক্তমাখা দা উদ্ধার, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চারিপাড়া গ্রামে গত ২৮শে ফেব্রুয়ারি রাতে ষাটোর্ধ এক বৃদ্ধাকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধুকে আটক ও রক্তমাখা দা উদ্ধার করেছে গফরগাঁও থানার পুলিশ। নিহতের নাম মোছাঃ রমিজা খাতুন (৬২) । এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বৃদ্ধার পুত্রবধূ মোছাঃ খাদিজা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যদের বরাত দিয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মোঃ ইসলাম আকন্দের স্ত্রী মোছাঃ খাদিজার সঙ্গে গত বুধবার রাতে তাঁর শাশুড়ি মোছাঃ রমিজা খাতুনের ঝগড়া হয়। একপর্যায়ে দায়ের কোপে রমিজা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Discussion about this post