৭১ বাংলাদেশ ডেস্কঃসবাই ছুটছে আলাউদ্দিনের চেরাগের পিছনে,একাদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড় ততই বেড়ে যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে এক ঝাঁক তরুণ। তাদের অনেকেই এখন ব্যস্ত সময় পার করছেন ঢাকার অলি গলির দলীয় শীর্ষ নেতৃবৃন্দের অফিস ও বাসায়। বিএনপি ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসন কে ঘিরে তরুণদের মধ্যে রয়েছে পঞ্চাশের ও বেশি তরুণ মনোনয়ন প্রত্যাশী। সপ্তাহের ৫ দিনের বেশি সময় এখন ব্যস্ত সময় পার করছেন ঢাকায়। অনুসন্ধানী তথ্যে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণরা ছুটছেন আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় ধানমন্ডি আবার কখনো ছুটছেন গুলিস্তানের আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে। এদিকে চট্টগ্রামের পটিয়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দৌড়ে তরুণদের তালিকায় এগিয়ে রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহের দুদিন চট্টগ্রামে থাকলেও বাকি পাঁচ দিন ঢাকায় কাটান তিনি। যুবলীগের শীর্ষ নেতৃত্বে থাকায় তরুণদের মাঝে মনোনয়ন পেয়ে চমক দেখাতে পারেন বদিউল আলম। এছাড়াও ব্যবসায়ীক নেতা বিজিএমইএর নাছির আওয়ামী লীগের দলীয় হাইকমান্ডের সাথে মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম ৬ রাউজান আসনে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। দলীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বেশ সখ্যতা রয়েছে সাবেক এই ছাত্রনেতার। হেভিওয়েট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে পাল্লা দিয়ে তরুণ প্রার্থী রোটন মনোনয়ন প্রাপ্তিতে সফল হতে পারেন কিনা সেটাই এখন সাধারন জনগনের প্রশ্ন!! অনুসন্ধানে আরো জানা যায়, আবার কেউ কেউ ছুটছেন মন্ত্রীদের নজর কাড়তে মন্ত্রী পাড়ার সচিবালয়ে। এদিকে বিএনপির দলীয় অনুসন্ধানী সূত্রে জানা যায়, মনোনয়ন প্রত্যাশী তরুণরা অনেকেই ঢাকার দলীয় কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন আবার অনেকেই বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ করতে লন্ডনেও পাড়ি জমিয়েছেন। এদিকে বাঁশখালী আসনে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী ও মনোনয়ন পেতে দলীয় হাইকমান্ডের সাথে লবিং চালাচ্ছে বলে জানা গেছে। এদিকে চন্দনাইশ আসনে বিএনপি’র মনোনয়ন দৌড়ে তরুণদের তালিকায় এগিয়ে রয়েছেন মহানগর বিএনপি’র সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এদিকে আজ চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম ১০ আসনের মনোনয়ন প্রত্যাশী তারুণ্যের সম্ভাবনাময় তরুণ আলহাজ্ব ফরিদ মাহমুদ এর সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঢাকায় এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়াও ফটিকছড়ি ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ সাদাত আনোয়ার সাদী ও আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ ও ঢাকায় রয়েছেন বলে জানা গেছে। তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের ব্যক্তিগত সহকারীরা ঢাকায় ব্যস্ত রয়েছে বলে এড়িয়ে যান। এদিকে চট্টগ্রাম ১০ আসনের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিএনপি’র নির্ভর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে বিএনপি’র মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম এর কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা। এই দুই তরুণ ও ব্যারিস্টার হাটহাজারীর রাজনৈতিক মাঠে জোর আলোচনায় রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তারা ও ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে চট্টগ্রাম ২ ফটিকছড়ি ও চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে কোমর বেঁধে ঢাকায় ঘুরছেন। যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের। এদিকে বিএনপি’র দলীয় নির্ভর সূত্রে আরো জানা যায়, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহম্মেদ হাসনাত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তারেক রহমানের সাথে রয়েছে তার একান্ত ঘনিষ্ঠতা। এই নিয়ে রাঙ্গুনিয়ায় বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় হুম্মাম কাদের ও আবু আহম্মেদ হাসনাত। অনুসন্ধানে আরো জানা যায়, দলীয় ভিত্তি ও দৌঁড় ঝাঁপ না থাকলে ও মিডিয়া ও চা চক্র নিয়ে আলোচনায় রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র তিন তরুণ প্রার্থী। সন্দ্বীপ আসনে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, কোতোয়ালী আসনে অধ্যক্ষ ডক্টর জাহেদ খান ও বোয়ালখালী আসনে মোঃ কামাল পাশা। দলীয় অনুসন্ধানী সূত্রে জানা যায়, এনপিপি’র হেভিওয়েট প্রার্থী কোতোয়ালী আসনের ডক্টর জাহেদ খান ও বোয়ালখালী আসনের মোঃ কামাল পাশা। তারা কেন্দ্রীয় হাই কমান্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং হাইকমান্ডের নির্দেশে কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকায় দলীয় বৈঠক ও করেছেন। নির্বাচনী এলাকার সাধারণ জনগণ নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান, “অ ভাই ইতারা তরুণ প্রার্থী,ভোট গরিবার লাই দৌড়াদৌড়ি গড়ের’দে হুননি” উক্ত রিক্সাওয়ালা আরো বলেন, পুরা চিটাগাং’ত নানান ডইল্যা পোস্টার লাগাইয়্যে ইতারা”যাইয়্যারে তোয়াইলি ইতারারে তোয়ায় ন’পায়”ইয়ান কি কান্ড”!! এমপি হইবার আগে ইতারারে তোঁয়ায় ন’পাইর”এমপি হইলি কি ইতারা’রে আ’র তোঁয়ায় পাইয়ুম না”!! সব মিলিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তরুণদের মুখে হাসি দেখতে চাই সাধারণ জনগণ।
Discussion about this post