৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ২ জুন শনিবার ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা প্রাঙ্গণে আওয়ামীলীগের দু ‘গ্রুপ পাল্টা পাল্টি কর্মসূচী ঘোষণা নিয়ে দেখা দিয়েছিল চরম উত্তেজনা। এবং সাধারণদের মাঝে দেখা দিয়েছিল শংকা। সর্বশেষ পুরাতন কমিটিকে পুলিশী বাধায় সভাস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ব্যাপক পুলিশী প্রহরায় পৌর আওয়ামীলীগের প্রতিবাদ সভা, ইফতার মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলের অায়োজন করেছে নব গঠিত নাজিরহাট পৌর অা’লীগের অাহবায়ক কমিটি । অপরদিকে, ২ জুন একই সময়ে একই স্থান নাজিরহাট পৌরসভা প্রাঙ্গনে বাজারে বিক্ষোভ মিছিল ও ওই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দিয়েছে পূর্বের অাহবায়ক কমিটি। উভয় গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি দেওয়াতে অাতঙ্ক সৃষ্টি হলেও অবশেষে বড় ধরনের কোন অঘটন ছাড়ায় পুলিশ পাহারায় সমাপ্তি হয়েছে। পূর্বের আহবায়ক কমিটি বিক্ষোভ মিছিল সভাস্থলে পৌঁছাতে চাইলে পুলিশের বাঁধায় তারা ফিরে আসে। অপরদিকে ব্যপক পুলিশি পাহারায় প্রতিবদা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন করে আওয়ামীলীগের নবগঠিত নাজিরহাট পৌরসভা আহবায়ক কমিটি। প্রশাসন কঠোর অবস্থান ছিল চোখে পড়ার মতো। সভাস্থলে প্রায় ৮০ জন পুলিশ মোতায়েন ছিল বলে জানান ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস.আই ইরফান উদ্দিন রাজিব। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ বলেন, অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে আমাদের এমন প্রস্তুতি ছিল। উল্লেখ্য যে, সম্প্রতি নাজিরহাট পৌর অা’লীগের বিরুদ্ধে নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়াসহ নানা অভিযোগে কমিটি বাতিল করে নতুন অাহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। নতুন অাহবায়ক কমিটিতে জামাত- বিএনপির একাধিক নেতাদের সমন্বয়ে গঠিত এবং এটি অবৈধ ঘোষনা করে তাদের যে কোন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন পূর্বের অাহবায়ক কমিটি। যা তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন। এদিকে সভায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদ সভায় নাজিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র বি এন পি নেতা এস এম সিরাজদ্দৌলা অতিথি উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন।তিন তার বক্তব্যে বলেন,সম্প্রতি একটি বক্তব্য নিয়ে ভুল বুঝাবুঝির সৃ্ষ্টি হয়েছে।আপনারা আমাকে ভুল বুঝবেন না। এমন যদি বলে থাকে আমিও তার প্রতিবাদ জানাই। আমি জনগণের উন্নয়নের জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই উন্নয়নের স্বার্থে আমি সরকারের সাথে আছি। উল্লেখ্য সম্প্রতি উপজেলা বি এন পি(একাংশ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে বি এন পি নেতা গিয়াস কাদের চৌধরী সহ ৫০/৬০ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। ইতোমধ্যে উক্ত মামলায় দুই বি এন পি নেতাকে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে মামলা করা হয়েছে আরো বেশ কয়েকটি। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা চলছেই। বি এন পি আয়োজিত উক্ত অনুষ্ঠানে মেয়র সিরাজদ্দৌলা উপস্থিত ছিলেন এবং বক্তব্যও প্রদান করেন।