তপু রায়হান রাব্বীঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গত ২০ মার্চ মঙ্গলবার রাত ০১.০৫ মিনিট। ধৌবাউড়া উপজেলা সড়কের বওলা ইউনিয়নের সুতারপাড়া বাজার সংলগ্ন স্থান হতে ২৮৯০ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ। গোপন সংবাদের বিত্তিতে ফুলপুর থানার ওসি একেএম মোঃ মাহাবুব অালম এর নেতৃত্বে এস আই মোঃ সুমন মিয়া, এএসআই মোঃ শহিদুল ইসলাম সংঙ্গীয় ফৌর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা টেবলেট সহ দুই জনকে ঘটনা স্থল থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ধৌবাউড়া থানার তারাইকান্দি গ্রামের মোঃ নূরুল ইসলাম ছেলে হুমায়ন কবির (২৯) ও একই গ্রামের মৃত আলী আকবর এর ছেলে ওয়াজেদুল ইসলাম। এ ব্যাপারে ফুলপুর থানায় মামলা হয়েছে। ফুলপুর থানার মামলা নাম্বার ১৭। তারিখ ২০/০৩/২০১৮ ইং আইনের ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ সনের সংশোধনী (০৪) ৯ এর খ। মামলার বাদী এস আই সুমন মিয়া, মামলার তদন্তকারী অফিসার এস আই জালাল উদ্দিন। উদ্ধার কৃত ইয়াবা টেবলেটের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৭ হাজার টাকা হবে বলে থানা সুত্রে যানা যায়। গ্রেফতারকৃত দুই জন আসামীকে জেল হাজতে প্রেরন করাহয়েছে।