জনতার কলাম ,আজমিরা কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃঅপহরণ হওয়া স্কুল ছাত্রী কে ৬দিনে সন্ধান দিতে পারিনি পুলিশ। কালিগঞ্জে বয়েরা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে জানাগেছে ।সূত্র জানায় তার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে স্কুল ছাত্রীর বাবা সমীর সরকার জানায়,তার মেয়ে ২রা এপ্রিল বিকাল ৪ঘটিকায় প্রাইভেট পড়তে গেলে তাকে স্কুল গেটের কাছ থেকে এক বখাটে যুবক অলোক সরকার ও তার সহসঙ্গীরা তাকে অপহরণ করে।পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা তাদের মেয়েকে ফিরিয়ে দেয়ার কথা বললে অপহরণকারী অলোক ক্ষিপ্ত হয়ে সমীর সরকারকে মোবাইলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।বয়েরা গ্রামের মেম্বর আবুল হোসেন জানান, স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে বলে সময় নিলেও, প্রতিশ্রুতি রাখতে পারিনি পুলিশ। ৮ই এপ্রিল রবিবার পর্যন্ত অপহৃত স্কুল ছাত্রীর কোনো সন্ধান দিতে পারিনি পুলিশ।নিরুপায় হয়ে অপহৃত স্কুল ছাত্রীর বাবা সমীর সরকার পুলিশ প্রশাসনের উদ্ধাতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য । সূত্র জনতার কলাম